বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নরসিংদীতে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

813

Published on ডিসেম্বর 8, 2020
  • Details Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদী শহর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠন। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন। এসময় নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আসাদ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন ও জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত