বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

1194

Published on ডিসেম্বর 8, 2020

বগুড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার শহরের সাতমাথায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পল রোড সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশে মিলিত হয়।

জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন।
এসময় বক্তারা ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত