বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে যুবলীগের বিক্ষোভ

1599

Published on ডিসেম্বর 7, 2020
  • Details Image

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে রবিবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

পূর্ব ঘোষনা অনুযায়ী বিকেল ৪টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ। সদর রোড, লাইন রোড, চকবাজার ও ফজলুল হক এভিনিউ প্রদক্ষিন শেষে মিছিলটি ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন এবং পদবিহীন ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত