2065
Published on ডিসেম্বর 7, 2020কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ স্বাধীনতার পক্ষের অনেক সংগঠন। এসব কর্মসূচি থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ। আজ রবিবার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সমাবেশ করে জেলা যুবলীগ। আর দুপুর ১২ টায় শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে জেলা ছাত্রলীগ।
উভয় সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, খালেকুজ্জামান রাজা, সাইফুল ইসলাম বুলবুল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। ভাস্কর্য ঐতিহাসিক নিদর্শন বহন করে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্ঠা চালাচ্ছে। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।