801
Published on ডিসেম্বর 7, 2020কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে আজ রবিবার বিক্ষোভে উত্তাল ছিল কিশোরগঞ্জ। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে।
বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আফজল।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে যে কোন মূল্যে উগ্র জঙ্গিবাদকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন বক্তারা। তারা অবিলম্বে ভাষ্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম ও উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের নেতৃত্বে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।