বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

931

Published on ডিসেম্বর 7, 2020
  • Details Image

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ স্বাধীনতার পক্ষের অনেক সংগঠন। এসব কর্মসূচি থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রহমান, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমীন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার। সঞ্চালনায় ছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত