1259
Published on ডিসেম্বর 7, 2020কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ স্বাধীনতার পক্ষের অনেক সংগঠন।
এসব কর্মসূচি থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক সহ বড় বাজার প্রশিক্ষণ করে।
বিক্ষোভ মিছিলে শেষে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আরফানুল হক অন্তর, সাধারণ সম্পাদক মো. রিয়াদ রায়হান ইফতি প্রমুখ।