বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

727

Published on ডিসেম্বর 7, 2020
  • Details Image

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ স্বাধীনতার পক্ষের অনেক সংগঠন। এসব কর্মসূচি থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার সঞ্চালনায় সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, শ্রমিকলীগের আহ্বায়ক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, আব্দুল মোমিন মহসিন, মনিরুজ্জামান জিন্নাহ, চন্দন দাস কুমার রিংকু, রতন বসাক, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, জাহাঙ্গীর আলম, আবু বকর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা সোহেল রানা, জিহাদুল ইসলাম জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে এমপি হাবিবর রহমানের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল রোডস্থ মোজাহার আলী কোল্ডস্টোর চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত