বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

1335

Published on ডিসেম্বর 7, 2020
  • Details Image

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ স্বাধীনতার পক্ষের অনেক সংগঠন। এসব কর্মসূচি থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মির্জাপুর উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন।

মির্জাপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন জানান, ছাত্রলীগের উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশনের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত