832
Published on ডিসেম্বর 7, 2020নাটোরের সিংড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি এডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইতালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন