1124
Published on ডিসেম্বর 7, 2020কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ রোববার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জমাদ্দার ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশকে সর্বোচ্চ উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মৌলবাদী মহল, পাকিস্তানের প্রেতাত্মা একাত্তরের পরাজিত শক্তি বিভিন্ন রূপ ধারণ করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা করে চলেছে।
দলমত নির্বিশেষে সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের এহসাম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।