1184
Published on ডিসেম্বর 7, 2020কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথিত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
তিনি বলেন, "১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে।"
এম এ সালাম বলেন, "বঙ্গবন্ধু - বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। এ বিষয়ে কোন বিতর্ক থাকতে পারেনা। যারা এ নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তারা স্বাধীনতা বিরোধী এবং দেশের শত্রু। বঙ্গবন্ধুর ভাষ্কর্য যারা ভেঙ্গেছে তাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটলে বঙ্গবন্ধুর সৈনিকরা তার দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। "
রবিবার বিকাল ৪ টায় নগরীর দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। তিনি বলেন , বঙ্গবন্ধুকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাস্ত করবে না।
পরে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।