বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে যুবলীগের বিক্ষোভ

3755

Published on ডিসেম্বর 6, 2020
  • Details Image

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুবলীগ।

শনিবার রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই বিক্ষোভ শুরু হয় ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। রাত ৯টার আগ থেকেই ঢাকা ও সিলেট সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় যুবলীগের ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটে বিক্ষোভ মিছিল শুরু করে সিলেট যুবলীগের নেতাকর্মীরা। গাজীপুরেও সহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

সারাদেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (সকল মহানগরের প্রতিটি ওয়ার্ডে) সারাদিন রাজপথে অবস্থান এবং একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে যুবলীগ। এদিকে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ভোলায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে রাজশাহী জেলা যুবলীগ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর মোড়ের বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচী এখনো অব্যাহত রয়েছে সারাদেশে।

শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীর মতো সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সেইসঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি তোলেন প্রতিবাদকারীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত