1276
Published on ডিসেম্বর 5, 2020নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী গণ-অভ্যুত্থানে আত্মদানকারী রাজশাহী কলেজের মনোবিজ্ঞানের ছাত্র, রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক শহীদ রফিকুল ইসলাম দুলালের ৩০ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার রাজশাহী কলেজে শহীদ দুলালের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ ফোরাম রাজশাহী, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার বেলা বারোটায় শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডঃ এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ দলের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।