1244
Published on ডিসেম্বর 2, 2020গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি আবু আহম্মেদ মান্নাফির নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। এ সময় সংগঠনের ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
পরে সভাপতি আবু আহম্মেদ মান্নাফির সভাপতিত্বে বঙ্গবন্ধু ভবনে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়। অসুস্থ থাকায় সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সব কর্মসূচিতে ভার্চ্যুয়ালি অংশ নেন।