1044
Published on নভেম্বর 29, 2020বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা।
উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন।
উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা আজমল হোসেন, রবিউল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে লুৎফর রহমানকে পুনরায় সভাপতি ও কৃষিবিদ শাহিনুর আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।