2159
Published on নভেম্বর 29, 2020বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনে ফরিদুল ইসলামকে পুনরায় সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, করোনাকালে যুবলীগ মানুষের পাশে থেকে সেবা দিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগে শুদ্ধি অভিযান করে যাচ্ছেন। এই অভিযানে যুবলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, রাজনীতি কোন ব্যবসা নয়, এই মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, ইসলামের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় প্রয়োজন হলে গর্জে উঠবে যুবলীগ।
উদ্ধোধনী বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক মির্জা আজম, এমপি তার বক্তব্যে বলেন, এক সময় জিয়া-মোস্তাক ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কিছু যুদ্ধাপরাধী রাজাকারের ছেলেদের দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ফতুয়াবাজরা বলছেন, এই ভাস্কর্য নাকি বঙ্গবন্ধুকে জাহান্নামে নিয়ে যাবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুুল্লাহ আল আমিন চান, জেলা যুবলীগ সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ অনেকে।