1333
Published on নভেম্বর 28, 2020বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকটের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের সকল নাগরিককে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করে আসছেন।
এ প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি'র নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এবং করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা দেশের বিশিষ্ট চিকিৎসক নেতৃবৃন্দ ও চিকিৎসকদের মাঝে উন্নতমানের কেএন ৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।
এপ্রেক্ষিতে গত ২৭ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতির কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত টেলিমেডিসিন টিমের সদস্যদের মাঝে কেএন ৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচির শুভ সুচনা করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব মো. জহির উদ্দিন, জনাব বিপ্লব মন্ডল ঝন্টু ও প্রবীর গোস্বামী বাবুর অকাল প্রয়ানে তাদের পরিবারের সদস্যদের নিকট প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক জনাব সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আকতার পপি, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রক্টর ডা. মোজাফফর আহমেদ, স্বাচিপ এর কেন্দ্রীয় নেতা ডা. কাজল কর্মকার, বিএমএ এর ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. মো. শহিদুল্লাহ, টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়ক ডা. শেখ ফয়েজ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আফলাজুর রহমান বাবু, প্রয়াত ছাত্রনেতাদের পরিবারবর্গ, উপ-কমিটির সদস্য জনাব আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, ড. মোয়াজ্জেম হোসেন মাতাব্বুর আমিনুল, হাসিবুর রহমান বিজন, জনাব হারুন অর রশীদ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সদস্য সিরাজুম মুনির টিপু, উপকমিটির সদস্য জনাব মিজানুর রহমান, জনাব আমিনুর রশীদ দুলাল, জনাব আব্দুল বারেক, জনাব আকাশ জয়ন্ত গোপ, জনাব আমিনুর রহমান লিটন প্রমুখ।