ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর জানাযা শেষে, রায়ের বাজার কবরস্থানে মুক্তিযোদ্ধা কর্ণারে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি শোক প্রকাশ করেছেন।
এছাড়া জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আযম খসরু।
জাতীয় শ্রমিক লীগের সকল নেতা/কর্মিদের ২০ হতে ২২ নভেম্বর পর্যন্ত কালো ব্যাচ ধারণ।
দেশে বিদেশে সকল জাতীয় শ্রমিক লীগ অফিসে ২০ হতে ২২ই নভেম্বর পর্যন্ত কালো পতাকা উত্তোলন।
ফজলুল হক মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল পর্যায়ে খতমে কুরআন ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা।
আগামী রবিবার ২২ ই নভেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবনের ২য় তলায়, বেলা ৩ টায় বাদ আসর কেন্দ্রীয় কমিটির আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় শ্রমিক লীগের সকল আঞ্চলিক কমিটি, জেলা কমিটি, ক্র্যাফট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, সকল মহানগর কমিটি, যু্ব কমিটি, মহিলা কমিটি, থানা, পৌরসভা, ওয়ার্ড কমিটির সর্বস্তরের নেত/কর্মিদের উক্ত কর্মসূচি পালনের জন্য উদাত্তভাবে আহবান করা হয়েছে।