ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

2589

Published on নভেম্বর 20, 2020
  • Details Image

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এবং দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, আমরা অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি হাতে পেয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন। চিঠিতে পদ পাওয়া নেতাদের সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে মনোযোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।’

কমিটির পূর্ণাঙ্গ তালিকা: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ কুমার রায়, শহীদ সেরনিয়াবাত, হাজী মো. সহীদ, খন্দকার এনায়েত উল্লাহ, মেজবাউর রহমান ভুঁইয়া রতন, আব্দুস সাত্তার মাসুদ, সাজেদা বেগম, আওলাদ হোসেন, শরিফুদ্দিন আহমেদ সেন্টু, হেদায়েতুল ইসলাম স্বপন।

যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম খান পল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস কে বাদল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নাসির, শ্রম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভুঁইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, আখতার হোসেন, গোলাম সারোয়ার কবির, সহদফতর সম্পাদক আরিফুর রহমান রাসেল, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধক্ষ্য হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আনিস আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজহার, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. তাহমিনা সুলতানা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল।

সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শাহে আলম মুরাদ (সাবেক কার্য নির্বাহী সদস্য), আলহাজ্ব মো. আবুল বাশার, সালাউদ্দিন বাদল, এস এম সহিদুল ইসলাম মিলন, আশরাফুল ইসলাম মারুফ, গোলাম রাব্বানী বাবলু, সাইফুল ইসলাম (মাসুদ সেরনিয়াবাত), মো. মজিবুর রহমান, জসিম উদ্দিন খান আজম, গিয়াস উদ্দিন সরকার পলাশ, মামুনুর রশিদ শুভ্র, ওমর বিন আব্দুল আজিজ তামিম, মারুফ আহমেদ মনসুর, আসাদুজ্জামান আসাদ, শফিকুল ইসলাম খান দিলু, ফরিদ উদ্দিন আহমেদ রতন, আনিসুর রহমান আনিস, ইলিয়াস আহমেদ বাবুল, জসীম উদ্দিন, শাহজাহান ভূঁইয়া মাখন, সৈয়দ রোকসানা ইসলাম চামেলী, মোহাইমান বয়ান, রাশেদুল মাহমুদ রাসেল, রাকিব হাসান সোহেল, অ্যাডভোকেট সালমা আক্তার কেকা, ড. খন্দকার তানজিব মান্নান, এম এম আলিমুজ্জামান আলম আইউব খান, আমিনুল ইসলাম শামীম, সাজেদুল হোসেন চৌধুরী দীপু, লাভলী চৌধুরী, ফাতেমা আক্তার ডলি, সিরাজুম মনির টিপু।

ঢাকা মহানগর দক্ষিণে উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন, আব্দুল হক সবুজ, হাজী সেলিম, কামাল চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিয়া, শেখ রাইসুল আলম ময়না, অ্যাডভোকেট জাহানারা বেগম রোজী, ফজলে রফিক, মিনহাজ উদ্দিন মিন্টু, মাহবুবুর রহমান আলীজান, মোহাম্মদ নাজমুল হুদা, ডা. মোশাররফ হোসেন, মীর সমীর, অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, হাজী আফতাব উদ্দিন, হাজী ফয়েজ, মুক্তিযোদ্ধা ফুয়াদ আলম, সফিকুর রহমান জাহাঙ্গীর, ফজলুর রহমান পর্বত, সিরাজুল ইসলাম র‌্যাডো, তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লা মনি, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, হাজী ইসলাম উদ্দিন, আমিনুল ইসলাম, আবুল কাশেম, ইসমত জামিল আকন্দ লাভলু ও সেকেন্দার আলী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত