2604
Published on নভেম্বর 19, 2020১৯৭২ সালের ১০ জানুয়ারী বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে নানামু্খী পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন যার সুফল এখনও পাচ্ছে বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষে বঙ্গবন্ধুর গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করতে সিরিজ ওয়েবিনারের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটি।
২০ নভেম্বর শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে এর প্রথম পর্ব।
'স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বঙ্গবন্ধু' শীর্ষক এই পর্বে আলোচক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সভাপতি ডঃ মসিউর রহমান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার ও গবেষক ডঃ রওনক জাহান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ বদরুল আহসান এবং তরুণ লেখক ও গবেষক হাসান মোরশেদ। এই পর্বটি সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি।
অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি প্রচারিত হবে। এতে সার্বিক সহযোগিতায় আছে দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
এছাড়াও সময় টিভি, বিজয় টিভি, বিডি নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, ঢাকা টাইমস২৪, জাগো নিউজ২৪, অপরাজেয় বাংলা, এবিনিউজ২৪ এবং বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায় সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।