1567
Published on নভেম্বর 19, 2020হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য নিয়ে মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ঘৃণ্য ও ধৃষ্টতামূলক মন্তব্য এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের জ্বালাপোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সৃষ্ট রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির প্রতিবাদে ঢাকার ধানমন্ডি ৩২ নং এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় নেতাকর্মীদের বিক্ষুব্ধ স্লোগানে প্রকম্পিত হয় ধানমন্ডিসহ আশপাশের এলাকা।
বিক্ষোভ মিছিল প্রসঙ্গে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ বলেন, অসাম্প্রদায়িক চেতনার উপর গঠিত স্বাধীন, সার্বভৌম এই রাষ্ট্রে দেশ বিরোধী অপশক্তি ও মৌলবাদীদের কোনো ঠাঁই নেই৷ এদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওয়াতায় আনা হোক।
এ বিষয়ে শাখার সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। যে ইতিহাস রচনা করেছে হাজার বছরের শৃঙ্খল মোচনের এক অমর মহাকাব্য। তিনি প্রজ্বলিত এক নক্ষত্র, অগনিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ। বঙ্গবন্ধু বাঙ্গালির অপ্রতিদ্বন্দ্বী নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি।
দেশ ও জাতির পিতাকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র অপরাজনীতি আমরা মেনে নিবো না। তাদের মনে রাখা জরুরি বঙ্গবন্ধুর চিরসবুজ স্বাধীন বাংলাদেশকে ধূসর মরুভূমির আফগানে পরিণত হতে দেয়া হবে না। যেকোনো মূল্যেই মৌলবাদের কালো হাত গুড়িয়ে দিতে আমরা সদা প্রস্তুত আছি।’