2690
Published on নভেম্বর 18, 2020সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলা তরুণদের স্বীকৃতির অন্যতম আয়োজন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ চতুর্থ আসরে তরুণদের সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গত বছরের অক্টোবরে সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানের ‘ইয়ুথ ইন পলিটিক্স’ শিরোনামের এক আয়োজনে যোগ দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।
এর আগেও বিভিন্ন সময়ে রাজনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যুব উন্নয়নসহ নানা বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নানা বৈঠকে, নানা অনুষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় তরুণরাও তাদের ভাবনার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে।
করোনাভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রম, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা কার্যক্রম, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসসহ নানা কার্যক্রমে তরুণদের স্বীকৃতি দিতে বছর ঘুরে মঙ্গলবার এসেছিল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চতুর্থ আসর।
সিআরআই ট্রাস্টি ও বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, মুজিববর্ষ উপলক্ষে এ বছর বিশদ পরিসরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আয়োজন করা হলেও করোনাভাইরাসের কারণে তা করা যায়নি। পরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত আসে।
মঙ্গলবার রাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণার সময় সজীব ওয়াজেদ জয় বলেন, “আমি আছি মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি মার্চ মাস থেকে দেশে আসতে পারছি না। এখানে কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতি।”
তবে দেশে আসতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের জন্য নানা দিক নির্দেশনা দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে তরুণদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার অনুরোধ জানিয়েছেন তিনি।
সিআরআই বলছে, “সামাজিক নানা খাতে তরুণরা যখন উদ্যমের সঙ্গে এগিয়ে যাচ্ছে, তখন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সজীব ওয়াজেদের ভার্চুয়াল উপস্থিতি তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। তার বক্তব্য তরুণদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।”