নীলফামারী আওয়ামী লীগের প্রয়াত ২১ নেতাকর্মীর স্মরণে সভা

897

Published on নভেম্বর 18, 2020
  • Details Image
  • Details Image

নীলফামারী সদর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সম্প্রতি প্রয়াত ২১ নেতাকর্মীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার দলের শক্তি তৃণমূলের কর্মীরা। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন কারাগারে বন্দি, তখন রাজপথে নেমেছিল তৃণমূলের কর্মীরা। আজকে যাদের আমরা স্মরণ করছি তারা তৃণমূলের নেতা-কর্মী। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।'

তিনি আরো বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায়, সুযোগ সন্ধানী এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির দলে অনুপ্রবেশ ঘটছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে স্তবদ্ধ করার জন্য নতুন করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এটাই হোক আমাদের স্মরণ সভার শিক্ষা।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মরহুম আওয়ামী লীগ নেতা শেফাউল মূলক সরকারের বড় ছেলে রফিকুল ইসলাম, মরহুম সরকার কবীর উদ্দিনের ছেলে খাজা ময়নুদ্দীন সাদ্দাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত