1049
Published on নভেম্বর 17, 2020অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নীলফামারী জেলার কুন্দপুকুর ইউনিয়নের ডেবিরডাঙ্গায় ৩টি পরিবারের মাঝে আসাদুজ্জামান নূর মাননীয় সাংসদ নীলফামারী -২ এর সহযোগিতা প্রদান।
এসময় উপস্থিত ছিলেন ওয়াদুদ রহমান, সাধারণ সম্পাদক, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ এবং নূর ভাইয়ের বিশেষ সহকারী তরিকুল সহ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে একজন উকিল চন্দ্র রায়। পেশায় কৃষক। বয়স ৫২ বছর। উকিল চন্দ্র রায় বলেন, তাদের এই বিপদের দিনে তাদের পাশে দাড়ানোর জন্য শেখের বেটি শেখ হাসিনা কে ধন্যবাদ। শেখ হাসিনা তাদের না দেখলে অন্য কেউ আর দেখেনা, খোজ ও নেয় না।
আগুনে পুড়ে যাওয়া পরিবারের আরেক জন মন্টু চন্দ্র রায়। ৫৫-৬০ বছর বয়স তার। তার দুঃখ এতদিনে তাদের কেউ খোজ নেয় নি। একমাত্র আসাদুজ্জামান নূর ও আওয়ামী লীগ সরকারই তাদের খোজ নিয়েছে। এজন্য তারা মন থেকে সরকার ও শেখ হাসিনা কে দোয়া দিয়েছেন।