নির্বাচন নিয়ে তামাশা করা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছেঃ আওয়ামী লীগ নেতৃবৃন্দ

984

Published on নভেম্বর 11, 2020
  • Details Image

নির্বাচন নিয়ে তামাশা করা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ১৮, সিরাজগঞ্জ ১ আসনের উপ নির্বাচনের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিয়মিত নির্বাচনে অংশ নেয়া এখন বিএনপির কাছে খেলা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন , ঢাকা ১৮তে বিএনপি প্রার্থী দলীয় ভাবেই গ্রহনযোগ্য নয় কারণ এই প্রার্থী বহিরাগত। আগে থেকে পরাজয় নিশ্চিত জেনে দলটি জনবিচ্ছিন্ন হয়ে ভয়ে অমূলক কথা বলে বিএনপি। বিএনপির প্রার্থী এই এলাকায় স্থানীয় নয়, তিনি হলেন এই এলাকার জামাই। এই প্রার্থীকে মনোনয়ন দেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ঢিল নিক্ষেপ করেছে নেতাকর্মীরা।

গনতন্ত্রকে ধারণ করে গনতন্ত্র নিয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নাছিম বলেন, আমরা আশা করবো যতদূর সম্ভব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায়। তাদের প্রতি আমরা এ আহ্বান জানিয়েছি। আমাদের কর্মীরা সীমিত ভাবে হলেও সে কর্ম চালিয়ে গেছেন। আশা করি এ নির্বাচনে আমরা অবশ্যই আশানুরূপ জনগণের সমর্থন পাবো।

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় একজন মানুষ। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ওই এলাকার মানুষ নন, তাকে সবাই জামাই হিসেবে চেনে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত