শেরপুরে কৃষক লীগের বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

724

Published on নভেম্বর 10, 2020
  • Details Image

সারা দেশের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে কেন্দ্রীয় কৃষক লীগের পক্ষ থেকে।৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে দেশের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়।দেশের প্রতিটি পরিবারের মাঝে পুষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন কৃষি ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কৃষক ও কৃষি নির্ভর অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যে কৃষকদের নিয়ে এগিয়ে যাচ্ছে। সাবেক কৃষি মন্ত্রী ও বর্তমান কৃষি মন্ত্রনালয়ের সভাপতি বেগম মতিয়া চৌধুরীর তত্ত্বাবধায়নে এখন আর দেশের কৃষকদের মাঝে হাহাকার নেই,এখন আছে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।এখন আর দেশের কৃষকদের সার বীজের জন্য গুলি খেয়ে মরতে হয় না,প্রান্তিক কৃষকদের সার বীজ বিতরণ করা হয় বিনামূল্যে,যা বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে।

নকলা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান (শাকিক),শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু,নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীসহ প্রান্তিক কৃষকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন নকলা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মন্নাফ খান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত