ঢাকা-১৮ এর উপনির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

850

Published on নভেম্বর 9, 2020
  • Details Image

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন উপলক্ষে গণসংযোগ চালিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে দলের নেতাকর্মীরা উত্তরা প্রীতম ভবন মার্কেট, রাজলক্ষ্মী মার্কেট, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ ও উত্তরা ৫ নং সেক্টরে নৌকা মার্কার সমর্থনে ব্যাপক গন সংযোগ করেন। নেতৃবৃন্দ ভোটারদের দ্ধারে দ্ধারে লিফলেট দিয়ে ভোট প্রার্থণা করেন।

প্রীতম ভবনের সামনে সংক্ষিপ্ত পথসভায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার সালাম জানান, আগামী ১২ নভেম্বর জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্য পিতার ধন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। 

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন আমাদের নেত্রী, গন মানুষের নেত্রী, প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন। বাংলাদেশের চেহারা তিনি পাল্টে দিয়েছেন। আমাদের দেশের উন্নয়ন অগ্রগতির চাকা দূর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ নভেম্বর আলহাজ্ব হাবিব হাসান কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপদেষ্টা আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী, জাকির হোসেন কিরন, আবু জাফর, জাহাঙ্গীর হোসেন বাবর, জাতীয় কমিটির সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর এবং উত্তরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত