2037
Published on নভেম্বর 8, 2020নোয়াখালীর চাটখিলে ৭শ বয়স্ক ও বিধবার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাতার বই বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভাতার বইগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম জানান, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় পর্যায়ক্রমে ১৬শ দুস্থ, বয়স্ক ও বিধবার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাতা বিতরণ করা হবে। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে চাটখিল উপজেলায় চারশ বয়স্ক ও তিনশ বিধবার হাতে ভাতার বই তুলে দেওয়া হলো। দ্বিতীয় পর্যায় সোনাইমুড়ি উপজেলায় ৯শ বয়স্ক ও বিধবার মাঝে এ বই বিতরণ করা হবে।
চাটখিল পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিলাল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার মেরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন।