1388
Published on নভেম্বর 7, 2020ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ৭ নভেম্বর শনিবার এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
সভাপতিত্ব করেন হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সালাউদ্দিন, সার্বিক সহযোগিতা করেন হরিণাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কে এক বিশাল গন -সংবর্ধনা প্রদান করে হরিনাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, 'বিএনপি জামাত জোট সরকারের সময় এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের খুন ধর্ষন সীমাহীন লুটপাটের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। জননেত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই এই জনপদে শান্তি ফিরে এসেছে।'
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, 'তারেক জিয়ার প্রকাশ্য পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে বিএনপি জামাতের সীমাহীন অত্যাচার নির্যাতন গুম, খুন, ধর্ষন, সংখ্যালঘু নির্যাতন, সীমাহীন দূর্নীতি, লুটপাটে বিপর্যস্থ হয়ে পড়ে বাংলার প্রতিটি জনপদ। ঝিনাইদহের এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষ খুন জখমের আতংকে দিশেহারা এই জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর স্বস্তি ফিরে পায়। আজ এই জনপদে সকল ধর্ম বর্ণের মানুষ তাদের ধর্মীয় উৎসব সমুহকে সার্বজনীন উৎসবে পরিনত করতে পেরেছে।'
আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, উপস্থিত ছিলেন উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক সভাপতি, সাধারণ সম্পাদক, হরিণাকুন্ড উপজেলা সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সমর্থকবৃন্দ।