ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু

1406

Published on নভেম্বর 7, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

উদ্বোধনকাল তিনি তার বক্তৃতায় বলেছেন, 'স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারী, হাইব্রিড, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না।' তিনি স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার আহবান জানান।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব রহমান খোকন, সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা।

প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ কোন স্বপ্ন নয়! জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত গুজব সন্ত্রাস রুখে দিতে নেতাকর্মীদের তথ্য প্রযুক্তিতে আরো কর্মদক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান নেতাকর্মীদের। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির গুজব সন্ত্রাসের জবাব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভীন জাহান কল্পনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত