সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রচারণায় স্বেচ্ছাসেবক লীগ

1193

Published on নভেম্বর 6, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

সিরাজগঞ্জ-১ আসনের উপ - নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়'র সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ আজ ৫ নভেম্বর বিকাল ৩ টায় চালিতাডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ ও কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সন্ধ্যা সাড়ে ৭ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক বাহুকা এলাকায় আয়োজিত বিশাল দুটি নির্বাচনী জনসভায় অংশ নেন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনা চার জাতীয় নেতার পরিবার কে অনেক ভালোবাসেন। এই পরিবারকেও তিনি নিজের পরিবার মনে করেন। তিনি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক প্রয়াত জননেতা জনাব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ -১ আসনের উপ - নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী হিসাবে তাঁরই সুযোগ্য সন্তান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি, অত্যান্ত বিনয়ী, সুদক্ষ, নিরহংকার ব্যক্তিত্ব, আমাদের গর্ব প্রকৌশলী তানভীর শাকিল জয় কে মনোনীত করেছেন। তাঁর পিতা প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে উপস্থিত সকলের নিকট ভোট দোয়া ও সমর্থন চান। আগামী ১২ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে তানভীর শাকিল জয় কে জয়যুক্ত করে ঘরে ফেরার আহবান জানান।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তাঁর বক্তব্যে বলেন এই নভেম্বর মাস বাঙালি জাতির ২য় বৃহত্তম শোক ও বেদনার মাস, ৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করার পর স্বাধীনতার পরাজিত অপশক্তি ৩ নভেম্বর কারা অভ্যন্তরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর চার জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করে।

পৃথিবীর ইতিহাসে সেদিনের সেই ঘৃণ্য বর্বরোচিত জেলহত্যায় শহীদ হন চার জাতীয় নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী।

বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ বিপর্যস্থ অসহায় কর্মহীন মানুষের পাশে নিরলস পরিশ্রম করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন সিরাজগঞ্জ - ১ আসনের গন মানুষের ভোটে নির্বাচিত সাংসদ সাবেক স্ব রাষ্ট্র, ডাক, টেলিযোগাযোগ ও সফল স্বাস্থ্য মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক, বর্ষীয়ান জননেতা জনাব মোহাম্মদ নাসিম।

এমন এক শোকাবহ বেদনাবিধুর সময়ে প্রয়াত পিতা মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হয়েছেন আপনাদের প্রিয় সন্তান, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তিনি এসময় ভোটারদের জননেত্রী শেখ হাসিনার সালাম জানান এবং তানভীর শাকিল জয় কে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না।

আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ - আইন সম্পাদক অ্যাডঃ জিশান মাহমুদ, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক আয়োজিত বাহুকা এলাকার জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ম, আব্দুর রাজ্জাক, উপদেষ্টা আবু তাহের, আশীষ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা, কাজিপুর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ ও স্থানীয় নেতাকর্মী সমর্থকবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত