3444
Published on নভেম্বর 4, 2020সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার ৫ ইউনিয়নের) সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়কে নৌকা মার্কায় বিজয়ের লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪-নভেম্বর) বিকাল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ও সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বারির সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ীয়ার স্বাধীনতা মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল।
এসময় তিনি বলেন, শহীদ ক্যাপ্টেন এম,মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচর। তাঁর পুত্র সদ্যপ্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম ছিলেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। সারা জীবন সিরাজগঞ্জ-কাজিপুর বাসীর মানুষের কল্যাণের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে গেছেন তাঁরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ই নভেম্বর সিরাজগঞ্জ-১(কাজিপুর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান। প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামী লীগের আহবায়ক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল,সাধারণ সম্পাদক একরামুল হক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাসির।