1189
Published on নভেম্বর 4, 2020কিশোরগঞ্জের ইটনায় কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ইটনা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে একশ কৃষককে তিন কেজি করে মোট ৩শ কেজি বীজ দেওয়া হয়। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু জানান, কৃষক লীগের ব্যবস্থাপনায় প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ দেওয়া হচ্ছে। উপজেলায় মোট ৫শ কৃষককে এ বীজ দেওয়া হবে। ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।