4037
Published on নভেম্বর 4, 2020নাটোরের সিংড়ার একটি আশ্রয় কেন্দ্রে গরম পানি পড়ে শরীর ঝলসে যাওয়া পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ এখন সুস্থ হয়ে উঠেছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি জানার পর পরই তাকে শেখ হাসিনা বার্ণ ইউনিটি ভর্তি করানোর ব্যবস্থা করে দেন। বর্তমানে শিশু আব্দুল্লাহ চিকিৎসকদের নিবিড় যত্নে এখন অনেক ভালো আছে।
সোমবার আব্দুল্লাহ বাড়ি ফিরবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত কর্মকর্তা মাওলানা রুহুল আমিন জানান, বন্যায় বাড়ি ডুবে যাওয়ায় দমদমা স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্রে মা-বাবাসহ আশ্রয় নেয় শিশু আব্দুল্লাহ। তার বাবা মৃদুল হোসেন ট্রাক্টার চালক।
গত মঙ্গলবার মাগরিব নামাজের পর খেলাধুলা সময় জ্বলন্ত চুলার উপর পড়ে যায় আব্দুল্লাহ। এসময় গরম পানিসহ ভাতের পাতিল তাঁর গায়ের উপর উল্টে পড়ে। এরপর প্রাথমিক চিকিৎসা হিসেবে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয় আব্দুল্লাহর। তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না। দুজন সাংবাদিকের মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার দায়িত্ব নেন। প্রাথমিকভাবে চিকিৎসার প্রস্ততি নিয়ে ওইদিন রাতে শিশু আব্দুল্লাহকে ঢাকায় পাঠানো হয়।
শিশু আব্দুল্লাহর বাবা ট্রাক্টার চালক মৃদুল হোসেন বলেন, আমার সন্তানের চিকিৎসার ব্যয় প্রতিমন্ত্রী বহন করেছেন। আমার সামর্থ্য ছিলো না চিকিৎসা করার। প্রতিমন্ত্রী দায়িত্ব না নিলে একটু একটু করে যন্ত্রণায় সইতে সইতে না জানি কি হত ছেলেটার। এর জন্য আমি তাঁর কাছে চির কৃতজ্ঞ।