1101
Published on নভেম্বর 2, 2020চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণের সাথে সংগঠনকে শক্তিশালী করতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান বর্ধিত সভা ও সম্মেলন পৌরসভা নির্বাচনের আগে না করার ব্যাপারে সভাপতিকে অনুরোধ করেন। আর কোন ওয়ার্ডে বর্ধিত সভা বা সম্মেলন হলে গণতান্ত্রিক উপায়ে করার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন, সাবেক যুবলীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গি, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন।