1128
Published on নভেম্বর 1, 2020জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ বছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস, ২০২০’। আজ জাতীয় যুব দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু জমাদ্দার, , ভান্ডারিয়া জেপি এর আহব্বায়ক মনিরুল হক মনি জমাদ্দার,ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ ।
আলোচনা সভায় অতিথিরা যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনের জন্য বক্তব্য প্রদান করেন এবং যুব ঋণের চেক বিতরন করেন।