সাতক্ষীরার অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশে সাবেক ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ

1643

Published on অক্টোবর 31, 2020
  • Details Image
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডান পাশ নিষ্ক্রিয় অবস্থায় তিন বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তিনবারের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। 
 
ঢাকায় বনশ্রীতে মিঠু তার মামার বাসায় থেকে বর্তমানে  চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুল, যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমূল হুদা ওয়ারেছী চঞ্চল এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  আল-আমিন আজ তার সঙ্গে দেখা করে তার চিকিৎসার খোঁজখবর নেন।
 
ফেসবুক গ্রুপ 'বাংলাদেশ ছাত্রলীগ: ১৯৪৮ থেকে বর্তমান' এর এডমিন যুবলীগ নেতা চঞ্চল জানান 'আমাদের সাবেক-বর্তমান গ্রুপে কিছুদিন পূর্বে মিঠু ভাইয়ের চিকিৎসা  সহায়তার জন্য স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাত্রলীগের সাবেক ভাইদের অনুরোধ জানানোর পর বর্তমান জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই আমাদেরকে বলেন তোমরা দেখা করে সার্বিক খোঁজখবর নিয়ে আসো। আমি তার চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি।'
 
ইতিপূর্বে মিঠু সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্থিক সহায়তার আবেদন করেছেন। তার চিকিৎসার জন্য ১৮-২০ লাখ টাকার প্রয়োজন। তার চিকিৎসার সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার  বিনীত আহ্বান জানান নাজমূল হুদা ওয়ারেছী চঞ্চল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত