1355
Published on অক্টোবর 31, 2020৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে নীলফামারী উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জনাব আবুজার রহমান, সভাপতি নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। সভায় উপস্থিত ছিলেন জনাব ওয়াদুদ রহমান ভাই সাধারন সম্পাদক নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। এবং নীলফামারী সদরের ১৫ টি ইউনিয়নের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।