1927
Published on অক্টোবর 31, 2020চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২২ লাখ টাকার চেক হাতে পেয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতী খেলোয়াড় মো. নুরুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে এ বীর মুক্তিযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর চেকটি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মো. নুরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের ৩নং সাব সেক্টরে উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি পাকবাহিনীর বিপক্ষে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন।
এছাড়া ময়মনসিংহে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা খেলাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।