লক্ষ্মীপুরের রায়পুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫২০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

1681

Published on অক্টোবর 31, 2020
  • Details Image

লক্ষ্মীপুরের রায়পুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫২০ জন দরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার (বাবুল) পাঠান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর আ.লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, সাবেক ভিপি আলমগীর, সাবেক পৌর কাউন্সিলর তাফাজ্জল হোসেন স্বপন পাটওয়ারী প্রমুখ। বিতরণ কার্যক্রমটি তদারক করেন বাবুল পাঠানের পুত্র মেহেদী হাসান শিশির পাঠান।

উল্লেখ্য, বাবুল পাঠান করোনা মহামারি ও বিভিন্ন দূর্যোগকালে অসংখ্য অসহায় পরিবারের মাঝে একাধিকবার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, বিগত দিনেও আমি জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। করোনায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছি। এখনও আমার ব্যাক্তিগত তরফে সহায়তা অব্যাহত রেখেছি। এটা চলমান থাকবে। দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তবে আমি আবারও পৌরবাসীর সেবায় মেয়র হিসেব নির্বাচন করবো। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বা অন্য যাকেই নৌকা দিবেন আমরা তার হয়েই ভোট করবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত