1342
Published on অক্টোবর 31, 2020যতই দিন ঘনিয়ে আসছে জমে উঠছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী, কর্মী-সমর্থকরা ঘাম ঝরাচ্ছেন নির্বাচনী প্রচারকাজে।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী’ আলহাজ্ব মোঃ হাবিব হাসান-এর পক্ষে, বিভিন্ন স্থানে নৌকা মার্কার প্রচারণা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
এসময় যুবলীগের সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন এবং মহানগর আওয়ামী যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন বাবুল সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ প্রমুখ।
এদিকে চামুরখান ও কাঁচকুড়া, ৪৪ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান।এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আওয়াল শেখ, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনি মিছিল আর গণসংযোগের মাধ্যমে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরায় প্রচার চালালেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। জুমার নামাজের আগে উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে (উত্তরা) গণসংযোগ করেন তিনি। এরপর উত্তরা সাত নম্বর সেক্টেরের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে একটি বিশাল মিছিল নিয়ে উত্তরার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। গণসংযোগকালে তিনি লিফলেট বিতরণ করেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিজের জন্য ভোট চান তিনি। জুমার নামাজের পর তার পক্ষে একটি নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে উত্তরার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উত্তরার ফ্রেন্ডস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।