বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল

1916

Published on অক্টোবর 31, 2020
  • Details Image

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে শুভ কঠিন চীবের দানোৎসবে তিনি এ মন্তব্য করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।


তিনি বলেন, পটিয়া হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। এখানেও সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির অনুপম মেলবন্ধন রয়েছে। তিনি পটিয়ার চক্রশালা পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ও ইতিহাস সংরক্ষণ তথা এর গৌরব ফিরিয়ে আনতে সহায়তারও আশ্বাস দিয়েছেন।

ব্যারিস্টার বিপ্লব বলেন, শেখ হাসিনার রাজনীতি প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তিনি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শাকপুরা তপোবন সার্বজনীন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত বসুমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত