1114
Published on অক্টোবর 31, 2020পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলা গড়তে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তাই বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে বলেও তিনি আহ্বান জানান।
শুক্রবার বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরও বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখা রাখতে হবে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আচরণ, কথাবার্তা ও রাজনীতি করা উচিত। বঙ্গবন্ধুই বলেছিলেন- ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস।
ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কাগজ ও কলম তুলে দিয়েছিলেন। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন- ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসারুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নুর এ আলম আশিক, নাসির উদ্দিন, সাবেক উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল সিকদার শিপন, সহ-সম্পাদদক নুরউদ্দিন জিকু, জাফর আহম্মেদ ইমন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব ও কলেজের আহ্বায়ক ইমরান খালাসী প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ উপহার দেন উপমন্ত্রী শামীম।