1289
Published on অক্টোবর 28, 2020ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টার সময় হলিধানী বাজারে এ কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ সদর পৌরসভার সুযোগ্য পৌর মেয়র জননেতা জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা,থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন,জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা, থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আসলাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ,থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী।