দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিরোজপুরে ভান্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যানের ২টি অ্যাম্বুলেন্স প্রদান

2018

Published on অক্টোবর 27, 2020
  • Details Image

দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিরোজপুরে ভান্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যানের ২টি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবীসহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি অ্যাম্বুলেন্স অনুদান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান মিরাজুল ইসলাম তিনি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিআইয়ের ব্যবস্থা করেছেন। দুটি অ্যাস্বুলেন্স দিয়েছেন। তাঁর এসব উদ্যোগ প্রশংসনীয়।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি নতুন অ্যাম্বুলেন্স হাসপাতালে হস্তান্তর করেছেন। বিগত দিনে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

দ্রুত রোগী পরিবহনের জন্য চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।

মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমাদের সবার উচিত সচেতনভাবে কাজ করা। আমি সংকট মোকাবিলায় এসব উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।'

Live TV

আপনার জন্য প্রস্তাবিত