শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নীলফামারীতে ২৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ

1127

Published on অক্টোবর 27, 2020
  • Details Image

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নীলফামারীতে ২৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে মন্দির চত্বরে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ সম্পাদক ঝন্টু ভৌমিক, কোষাধ্যক্ষ স্বাগত সরকার মনন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান,‘মন্দির পরিচালনা কমিটির অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন এলাকার ২৫০জন দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এর মধ্যে ১৩০ টি শাড়ি, ১০০টি লুঙ্গি ও ২০টি থ্রি পিস বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত