করোনাকালে মৃত নেতাকর্মীদের স্মরণে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের দোয়া মাহফিল

1523

Published on অক্টোবর 27, 2020
  • Details Image

করোনাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস তপনসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী পরিবারের মৃত নেতাকর্মীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ২১ নং গভ. হকার্স মার্কেটের (কলোনি বাজার) তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এই শোকসভা ও দোয়া মাহফিল হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এর আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ্‌ সফি। সঞ্চালনা করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রেজাউল হক রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তপনের সহধর্মিণী কনা তপন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সাইফুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলোনি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত