2594
Published on অক্টোবর 27, 2020আর্থিক সমস্যার কারণে বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বি.এস-সি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী কুস্তিতে জাতীয় স্বর্ণপদক জয়ী রেজিয়া সুলতানা বিউটির উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। জানতে পেরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার বিউটির বাকি সেমিস্টার ফি এর দায়িত্বভার গ্রহণ করেন।
রেজিয়া সুলতানা বিউটি রাজশাহী মহানগরের সুজানগর উত্তরপাড়া এলাকার দিনমজুর (রাজমিস্ত্রির শ্রমিক) মোঃ রিয়াজের মেয়ে। বিউটি তিন ভাইবোনের মধ্যে বড়। সোমবার সকালে নগরীর কুমারপাড়া মোড়ে মেধাবী শিক্ষার্থী কুস্তি খেলোয়াড় বিউটির হাতে নগদ ১৪ হাজার টাকার খাম তুলে দেন এবং তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মানবিক ভালবাসার সাহায্যের হাত প্রসারিত করেন আওয়ামী লীগ নেতা মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ফুটবল কল্যাণ সমিতির সভাপতি নাজমির আহমেদ আমান, রাজশাহী কুস্তি একাডেমীর কোচ আহসান কবির বাবু, ডি.এস’র মেম্বার তাপস প্রমুখ।