গৌরীপুরে হরিজনপল্লীর শিশুদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির নতুন জামা বিতরণ

2152

Published on অক্টোবর 26, 2020
  • Details Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে নতুন জামাকাপড় পৌছে দিচ্ছেন নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরের হরিজনপল্লীর (মুচি বাড়ি ও সুইপার কলোনী) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী হিসেবে নতুন জামাকাপড় পৌছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জনকণ্ঠকে বলেছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ মুজিব আদর্শের রাজনীতি করি। এই আদর্শ আমাদের শোষিতের কথা ভাবায়, আর এই দুই সম্প্রদায়ের সকলেই কিছুটা হলে ও শোষিত তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এদের মুখে হাসি ফোটাতে নতুন পোষাক ক্রয় করে দেয়া হয়েছে।

এই সময় গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ ও গৌরীপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগ এর নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সকলকে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। সঞ্জিত চন্দ্র দাস আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সব সময় সবশ্রেণীর মানুষের পাশে আছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত